স্টাফ রিপোর্টার : বাড়ির পেছনের পাহাড়ি মাহদেও নদীতে ডুবে দুই বছর বয়সি মোস্তাক নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত মোস্তাক একই এলাকার মোস্তাকিন ও জেসমিন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকলেই ধান শুকানোর কাজে ব্যস্ত থাকায় উঠানে খেলা করছিল মোস্তাক। কোন এক ফাঁকে সকলের অজান্তে বাড়ির পেছনে মহাদেও নদীতে পড়ে যায় শিশুটি। উঠানে মোস্তাককে দেখতে না পেয়ে পারিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
প্রতিবেশি শাহজাহান মিয়া শুকাতে দেয়া ধানের খড় (গো খাদ্য) জড়ো করতে নদীর পাড়ে যান। এসময় (বিকেল ৫টা) শিশুটিকে নদীতে ভাসতে দেখেন। পরে মোস্তাককে উদ্ধার করে পরিবারের লোকজন কলমাকান্দা স্বাস্থ্য নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এস. এম. তানবির জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান নদীতে ডুবে শিশু মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।