পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগের কমিটির সদস্যরা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরশুরাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুধবার(২৫ মে) উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আবদুল আহাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম, বিআরডিবির চেয়ারম্যান মো.ইয়াছিন শরীফ মজুমদার, পৌর কাউন্সিলর এনামুল হক এনাম, আবদুল মান্নান লিটন,
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জমির উদ্দিন ভাবন, ছাত্রলীগ নেতা জিএম সোহেল, শাহাদাৎ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক শেষে নবনির্বাচিত কমিটির নেতারা পরশুরাম বাজারে মিছিল করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন।