পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনুর্ধ্ব- ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ফেনী জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঞাঁ, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল হোসেন মহিম, পৌর কাউন্সিলর আবু শাহাদাৎ চৌধুরী লিটন, আবদুল মন্নান, এনামুল হক এনাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি মোশাররফ হোসেন মশা, ক্রিড়া সংগঠক বেলাল হোসেন, ছালে আহমেদ মজুমদার, মলয় রায় সহ বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার জনপ্রতিনিধি ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খেলায় পরশুরাম পৌরসভা একাদশ বক্সমাহমুদ ইউনিয়ন একাদশ কে ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল কে ট্রপি ও প্রাইজমানি প্রদান করা হয়।