মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
মাদক কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার শাজাহানপুরে মিলন (৩০) নামে একজন ছুরিকাহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ডেমাজানী বাজার এলাকায় নিজের সঙ্গীর হাতে তিনি ছুরিকাহত হন।
আহত মিলন ডেমাজানী এলাকার চান মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে ডেমাজানী স্কুল মার্কেটের একটি দোকানের সামনে মিলন, নুর ইসলাম ও সনেট নামে তিনজন দাঁড়িয়ে থেকে কথা বলছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে তাদের মাঝে মাদক কেনার জন্য টাকা সংগ্রহ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
এভাবে বেশ কিছুক্ষণ চলার মাঝে নুর ইসলাম মিলনের গলায় ছুরিকাঘাত করেন। বিষয়টি বাজারের লোকজন টের পেলে নুর ইসলাম ও সনেট সেখান থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় একটি মেডিকেল সার্জিক্যালের দোকানে মিলনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে খবর পেয়ে মিলনের স্বজনেরা এসে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া বলেন, ওই তিন জন এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা রাতের দিকে বাজারে এসে মাদক কেনার টাকা নিয়ে নিজেদের মাঝে ঝগড়া করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে মিলনকে ছুরিকাঘাত করে নুর ইসলাম।