স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ডিঙ্গি নৌকা উল্টিয়ে পানিতে ডুবে আল মামুন (১০) নামে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় নিহত শিশু উপজেলা সদরের ছোটহাটি গ্রামের মো. অনি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন ও শান মিয়া নামে দুই শিশু ডিঙ্গি নৌকা নিয়ে বাড়ির কাছে পালইকান্দা হাওরে পাখির বাচ্চা ধরতে বের হয়। যাবার পথে পানির স্রোতে ডিঙ্গি নৌকাটি উল্টে দুই শিশু পানিতে পড়ে যায়। শান মিয়া নামের শিশুটি সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও আল মামুন পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির একপর্যায়ে বেলা ১২টার দিকে পানির নিচ থেকে আল আমিনকে উদ্ধার করে। পরে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষনা করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।