আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বেলতলি ঘনিরামপুর গুচ্ছগ্রাম যাওয়ার (স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর দিকে) হাফ কিলোমিটার ওই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি পাকা করার ব্যবস্থা করায় তারা খুবই খুশি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি পাকা করার কাজে সরকারি নিয়ম-নীতি না মেনে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তায় পিকেট ইটের খোয়া ব্যবহারের পরিবর্তে নিম্নমানের খোয়া ব্যবহার করছে। নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের পর উপরে পিকেট ইটের খোয়া ছিটিয়ে তা ঢেকে দেয়া হচ্ছে। নিম্নমানের কাজ করায় স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও ঠিকাদারের লোকজন আমলে নিচ্ছে না। শনিবার (৭ মে) দুপুরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কয়েকটি বড় ট্রাকে নিয়ে আসা ইট পর্যালোচনা করে দেখা যায় পায় নব্বই শতাংশ ইট’ই ভঙ্গুর, এমনকি ইটে পা দিয়ে চাপ দিলে তা ভেঙে যাচ্ছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে নিষেধ আছে জানান। এলাকাবাসী এলজিইডির কর্মকর্তাদের প্রতি অভিযোগ করে জানান, ঠিকাদারের সঙ্গে তাদের যোগসাজস আছে। এজন্য কেউই মাঠে নেই। ঝুলানো হয়নি কোনো কার্যতালিকার (ওয়ার্ক অর্ডার) সাইনবোর্ড। এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মোতাহার হোসেন জানান , আমরা অভিযোগ গুলোর ব্যাপারে দ্রুত অবগত করেছি উর্দ্ধতন কর্মকর্তাদের । ঈদের ছুটির সুযোগে নিম্নমানের ওই ইট হয়তো এসেছে । আগামীকাল আমরা ওই ইটের ব্যবস্হা নিব। রাস্তায় পিকেট ইটের খোয়া ব্যবহারের পরিবর্তে নিম্নমানের খোয়া ব্যবহারের ব্যাপারে জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান , হাফ কিলোমিটার ওই রাস্তাটি নির্মাণ করছেন জননী এন্টারপ্রাইজ । আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম । আমরা দ্রুত বিষয়টি দেখছি ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment