স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শুক্রবার (২৯ এপ্রিল) রহস্যজনক কারণে এক যুবকের মৃত্যূ হয়েছে। মৃতের নাম লিমন (২৬)। তিনি ওই উপজেলার বড়গাঁওয়া গ্রামের ফরেজ আলীর ছেলে।
এই ঘটনায় বারহাট্টা উপজেলার দেউলী নতুন বাজারের জুয়েল (২৩) ও সদর উপজেলার সিংরাজান গ্রামের হৃদয় (২৪) নামে দুই যুবককে আটক করেছে বারহাট্টা থানার পুলিশ।
জানা যায়, লিমন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার পাটলী গ্রামের অভিযাত্রী এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটির কাছাকাছি মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। জুয়েল ও হৃদয় নামে দুই যুবক তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই লিমনের মৃত্যু হয়।
ঘটনাস্থলের কাছের একটি ইটভাটার শ্রমিকরা জানায়, ভোর সাড়ে চারটার দিকে তারা পল্লী বিদ্যূতের ট্রান্সফরমার বিস্ফোরনের শব্দ শুনেছেন। ট্রান্সফরমার চুরি করার জন্য খুঁটিতে উঠে লিমন বিদ্যূতের তারে লেগে আহত হয়েছিলেন বলে তাদের ধারণা।
অপরদিকে, এলাকার একজন জনপ্রতিনিধিসহ আরো অনেকেই নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, লিমনের মৃত্যু ঘটনায় আটক জুয়েল ও হৃদয়ের যোগসাজশ আছে। ওদের বাড়ি দেউলীবাজার ও সিংরাজানে। ভোর বেলায় তাদের অভিযাত্রী আসার যুক্তিসঙ্গত কোন কারণ নাই।
দেউলীবাজারে জুয়েলের একটি ঘর আছে। ঘরটিতে একটি চক্র প্রতিদিন গভীর রাত পর্যন্ত আডডা দেয়। তারা মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় জড়িত বলে শোনা যায়। এলাকার সাধারন মানুষ ভয়ে ওদের কাছ থেকে দুরে থাকার চেষ্ঠা করে। লিমনের মৃত্যু চক্রটির আভ্যন্তরিন কোন্দলের কারণে হতে পারে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্থানীয়দের বরাতে বলেন, ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় বিদ্যূতের তারে লেগে লিমন আহত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জুয়েল ও হৃদয় মোটর সাইকেলে করে পাশ দিয়ে যাওয়ার সময় লিমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিষয়টি তারা স্বীকার করেছে। তবে ভোর সাড়ে চারটার দিকে তাদের ওই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।