স্টাফ রিপোর্টার : চারশো পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা হতে তাকে আটক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মো. শহিদুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সদ্দারহাট ইউনিয়নের ক্ষিরিবাড়ি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি জানা যায়, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জসহ এর আশেপাশের জেলাগুলোতে ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে র্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে শহিদুল ইসলাকে আটক করে।
আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।