স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ১৭ লক্ষ ১৭ হাজার সাতশো টাকা মূল্যমানের পরিত্যক্ত অবস্থায় শাড়িসহ বিভিন্ন প্রকারের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৬ পিস বেনারশি শাড়ি, বিভিন্ন প্রকারের উন্নতমানের ৮১ পিস বুশিমন ও স্যানোষ্টার থ্রীপিস, ১১৮পিস জিপসী থ্রীপিস, ৮৮ পিস ফ্যারারী থ্রীপিস ও ২২৮ পিস সুতির থ্রীপিস এবং ১১৬১ পিস হাইড্রোকিউনন ক্রীম। এসব ভারতীয় পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। ৩১ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়কের নেতৃত্বে এ বিওপির ১৬ সদস্যের একটি দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত ১১টার দিকে সীমান্ত পিলার ১১৬৩/১-এস হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারমারী নামক এলাকা হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থা শাড়ীসহ এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।