নেত্রকোনার কলমাকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার ২০ এপ্রিল বিকেলে কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গৌতম কুমার সেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আজাদ মেডিকেল হলকে ৩০ হাজার, মুন্সি মেডিসিন কর্ণারকে ৩০হাজার, সুজন স্টোরকে ৩০ হাজার, রফিক স্টোরকে ৫ হাজারসহ আরো দুইটি মনোহারী দোকানকে ২৩ হাজার টাকা মোট ১ লাখ ১৮ হাজার জরিমানা আরোপ করে তা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা পলিথিন উব্দাখালী নদীর উপর সেতুতে পুড়িয়ে ফেলা হয়।