মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা পাথরঘাটার বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ মো: মাসুদ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী বরিশাল জেলার কোতােয়ালী থানার পলাশপুর গ্রামের মো: সাইদুর রহমান এর ছেলে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদে অভিযান চালিয়ে হাতেনাতে ৩৮০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এই মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পরে মাসুদকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।