জবি সংবাদদাতা:
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। একইসাথে তারা আইনশৃঙ্খলাবাহিনীকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিবুল আহসান নিশাদ সাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক আহসান জোবায়ের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। সেসব হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বার বার ঘটছে। এ সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এ ধরনের অপকর্মকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।