রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের টিয়ার শেল ও গুলিতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- মো. মোশাররফ হাজারী (২৪) ও মোঃ রজব ইসলাম (২৬)।
সোমবার (১৮ এপ্রিল) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে পুলিশের রাবার বুলেটে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে দুই শিক্ষার্থী পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের মধ্যে মোশাররফের শরীরে অসংখ্য রাবার বুলেট বিদ্ধ হয়েছে। রজবের বুকে টিয়ার শেলের খোসা লাগে। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, এই ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়ে এসেছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।