ইবি প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে আনন্দ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে ক্যাম্পাসের লালন শাহ হল পকেট গেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, ওমর শরীফ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, রোকন উদ্দীন, সালাহউদ্দিন রানা, আহবায়ক সদস্য রাফিজ আহমেদ, আবু সাঈদ রনি, স্বাক্ষরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মুহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে গত রবিবার ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।