কুবি প্রতিনিধি:
নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ।
রবিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে শাখা ছাত্রলীগ।
কর্মসূচিতে অংশ হিসেবে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ সহ আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ও বিভিন্ন অনুষদের নেতা-কর্মীরা।