আরিফুর রহমান,ঝালকাঠি:
ঝালকাঠিতে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (১৭ এপ্রিল ) সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত রফিকুল ইসলাম খলিফা (৫২)কাঠপট্টি এলাকার আব্দুল মালেক খলিফার ছেলে।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।