মোঃ বাবুল, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (১৫ই এপ্রিল) রাতে উপজেলার নন্দইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার নন্দইল গ্রামের শুকুর আলীর পুত্র ছাইফুল ইসলাম(২৩) ও একই গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র নুর মোহাম্মদ বাবু (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে পাচঁবিবি উপজেলার ধরঞ্জী ইউপির নন্দইল গ্রামে অভিযান পরিচালনা করে ৭ বোতল বিদেশী মদ সহ তাদের হাতে নাতে আটক করেন। এদের মধ্যে ছাইফুল ইসলামের নামে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment