মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ভ্যান উল্টে গিয়ে রমজান কবিরাজ (১২) ও রিফাত হোসেন (১১) নামে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার রাতে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় ইব্রাহিম নামে আরেক শিক্ষার্থী। নিহত রমজান কবিরাজ উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন সিডিখান এলাকার মনজুর হোসেনের ছেলে। আহত ইব্রাহীম হোসেন (১১) ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে। আহত ও নিহতরা সবাই উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রমজান, রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরছিলেন এসময় একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে যায় এবং ভ্যানটি উল্টিয়ে তাদের উপর পরে। পরে রমজান ও রিফাতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রমজান ও রিফাত কে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, রমজান, রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরতে ছিল। হঠাৎ একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে যায় এবং ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এসময় রমজান ও রিফাত ভ্যানের নিচে চাঁপা পরে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাত কে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিমকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।