আরিফ শেখ, রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ ও জেলা শাখার উদ্দ্যগে এক যোগে রংপুর বিভাগের ৫৮ টি উপজেলায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার আয়োজনেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস তারাগঞ্জ শাখার সভাপতি তারাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ শেখ, সদস্য রাকিবুল ইসলাম, এমরান প্রামানিক, ময়েনউদ্দিন, জুয়েল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রসাশনের প্রতি আহ্বান জানানো হয়।