পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবুল কালাম চৌধুরী সাহেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ এপ্রিল) রাত ১১ঃ৪৫ মিনিটে সময় নিজ বাড়ীতে মারা যান তিনি। মরহুমের একমাত্র ছেলে পৌর ছাত্রলীগ নেতা এফ এস চৌধুরী দূ্র্জয় এ তথ্য নিশ্চিত করেন।
ফকির আবুল কালাম চৌধুরী সাহেদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালীন তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী ও মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পরশুরাম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আবুল কাসেম চৌধুরীর বড় ছেলে ও ৬ং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আবুল ফজল চৌধুরী’র বড় ভাই।
মঙ্গলবার(১২ এপ্রিল) বাদ জোহর কোলাপাড়া সরকারি প্রাথমি বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের চাচাতো ভাই পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ চৌধুরী বাবলু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবুল কালাম চৌধুরী সাহেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল তাঁরা ফকির আবুল কালাম চৌধুরী সাহেদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ স্হানীয় নেত্রী বৃন্দ।
এদিকে এস এস সি ৮০’ব্যাচের স্কুল জীবনের প্রিয় বন্ধু সহপাঠি সুহৃদ সাহেদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।