শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:
কালবৈশাখী ঝড় যেন কাল হয়ে এলো নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরিদ্র মনোয়ারা বেগমের (৬৫) জন্য। সোমবার (১১এপ্রিল) রাত দুইটায় কাল বৈশাখী ঝড়ে একমাত্র আশ্রয়স্থল ঘরটি ভেঙে চুরমার করে উড়িয়ে নিয়ে যায়। এই অবস্থায় সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় এই নারী।
জানা গেছে, মনোয়ারা বেগম তার স্বামী জালাল উদ্দীনকে হারান গত ২৫ বছর আগে। চার সন্তানের এই জননী স্বামী মারা যাওয়ার পরে ভিক্ষা করে কখনো অন্যের বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের বড় করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগম দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর ছোট ছেলেও বিয়ে করে আলাদা হয়ে যায়। আর আধা পাগল বড় ছেলে বোঝা হয়ে মায়ের সাথে আছে। সহায়সম্বল বলতে ছিল এই তিন শতাংশ জমির উপর এই ঘরটি।
সরকারি অনুদান পাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন শুধু দশ টাকা কেজির চালের একটা কার্ড আছে আর কোনো কার্ড নেই অনেকের কাছে ঘুরেছে বয়স্ক ভাতা বিধবা ভাতা কার্ডের জন্য কিন্তু কেউ করে দেন নাই।