স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডোবায় বৃষ্টির জমানো পানিতে ডুবে সানি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সানি একই গ্রামের সোহেল মিয়া ও সুমা আক্তার দম্পত্তির একমাত্র ছেলে সন্তান।
পুলিশ ও মৃতের পরিবারের সূত্রে জানা যায়, গত শনিবার দিনগত রাতে ঝড়বৃষ্টিতে নিহতের বাড়ীর রান্নাঘরসহ কিছু গাছের ডালাপালা বাড়ির উঠানে পড়েছিল। ঘুম থেকে উঠে সাংসারিক কাজে সানির বাবা-মা ব্যস্ত ছিলেন। অনুমান সকাল ১০টা দিকে শিশুটি বাবা-মায়ের কাছে খেলারত অবস্থায় কোন এক ফাঁকে নিজ বাড়ির বসত ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে নিখোঁজ হয় সানি। খোঁজাখুঁজির এক পর্যায়ের বাড়ির পিছনের ডোবায় বৃষ্টির জমানো পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা। এসময় তার আত্মচিৎকারে শিশুটির বাবাসহ পরিবারের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃুত্য হয়েছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে প্রাথমিক ধারনা করছেন তিনি।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।