কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে ‘দ্যা ব্রিউইন চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ইকোনোমিঃ হোয়াট আর দ্যা মেক্রোইকোনোমিস পলিসি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘
আজ রবিবার অর্থনীতি ক্লাবের সভাপতি ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নবীন কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগ( সিপিডি) সিনিয়র গবেষক তৌফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগ চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম আখন্দ সহ অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ।
অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম বলেন, অর্থনীতি পড়ার সাথে সাথে বাস্তবিক প্রয়োগ শিখতে হবে, গবেষণায় মনোযোগ দিতে হবে। আজকের সেমিনারে বাংলাদেশের মেক্রো-ইকোনোমিসকের প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দেন তিনি।
অর্থনীতি ক্লাবের সভাপতি নবীন কুন্ডু বলেন, আজকের সেমিনার গবেষণায় ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে গবেষণায় উৎসাহ পায় এবং ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। আমাদের প্রচেষ্টা থাকবে শিক্ষার্থীরা অর্থনীতি পড়ে তার প্রায়োগিক ব্যবহার করতে শিখা। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা অর্থনীতি ক্লাব ভবিষ্যতে আরো সেমিনার আয়োজন করবো।