সিলেটের একমাত্র পরিচ্ছন্নতা ও জনসচেতনতারমূলক সামাজিক সংগঠন Clean City আয়োজনে “৪ টেখায় ইফতার” সিজন-০২ প্রজেক্ট এর ১ম ধাপের ইফতার বিতরন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) প্রায় ২০০ শত প্যাকেট ও ৫০০ মিলি পানি বোতলসহ সিলেট নগরীর – আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, সুবিদবাজার পয়েন্ট, হাউজিং এস্টেট ও শাহী ঈদগাহ এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে নামে মাত্র মূল্যে ইফতার বিতরণ করা হয়।
এই প্রজেক্টের যাবতীয় ইফতার অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে দেওয়া হয়েছে অর্থাৎ (গরিব বয়স্ক ভিক্ষুক,বয়স্ক পথচারী,পথশিশু, রিক্সা,ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালকদের মাঝে বিতরণ করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উপ-পরিচালক এবং ক্লিন সিটির সম্মানিত উপদেষ্টা – ডাঃ আরমান আহমদ শিপলু, ক্লিন সিটি এর সভাপতি – নাজিব আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি এর সাধারণ সম্পাদক – গোলজার আহমদ, ওয়েভস্ সমাজ কল্যাণ সংস্থা এর সাধারণ সম্পাদক – জুয়েল আহমদ, ওয়েভস্ সমাজ কল্যাণ সংস্থা এর সাংগঠনিক সম্পাদক – পারভেজ আহমদ
ক্লিন সিটির সংগঠনের সদস্যগন-
হাফিজুর রহমান পাবেল, সুয়েব নেওয়াজ,,তারেক রহমান, আবু তাহের,আব্দুল লতিফ, শাহ সায়িদ,,রুবেল আহমদ রিফাতুল গনি,,মোহাম্মদ রুমন,এহসানুল হক,মাহফুজুর রহমান রিফাত
,জাকির আহমদ সাজিদ,নাহিদ ইসলাম,মুসায়িদ আহমদ, মাহদিন বৈশাখ,মিনহাজ মাহদী,বখতিয়ার রাহাত,আহনাফ নাহিন,আবুল বসর সাকু,মিজান আহমদ,দেলওয়ার হোসেন
রাসেল আহমদ, জুবের আহমদ,টিটু আহমদ, টিপু আহমদ প্রমুখ।