তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বেশ কিছু কর্মসূচীর আয়োজন করে উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ। স্থানীয় স্বাস্থ্য সেবা ও সচেতনতায় এসব কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো, র্যালি, আলোচনা ও হেলথ ক্যাম্প। দিনের বড় কর্মসূচী ছিল জেলা সিভিল সার্জন অফিসে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ ওয়ালিউর রহমান। জেলা সিভিল সার্জন ডাঃ এ এম আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা সদর হাসপাতালের সুপারেন্টেনডেন্ট ডাঃ মাহাবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডাক্তার মতিউর রহমান, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প সমন্বয়ক জিএম আব্দুর রাহিম-সহ গাইবান্ধায় কর্মরত সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিরা।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় আয়োজন করা হয় র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গাইবান্ধা সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধায় দিন ব্যাপি চলে হেলথ ক্যাম্প। হেল্থ ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষকে দেয়া হয় ব্লাড প্রেসার টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট, ব্লাড সুগার টেস্টের মত বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সেবা।
উল্লেখ্য, স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। জেলা-উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে আয়োজন করা হয় আলোচনা সভা, র্যালি ও স্বাস্থ্য ক্যাম্প। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট, প্রেগনন্সি টেস্টসহ বিভিন্ন সেবা দেয়া হয় বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামের ২০০’র বেশি স্থানীয় বাসিন্দাকে। ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে এসব অনুষ্ঠানে যোগ দেন জেলা-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।