জসিম উদ্দিন, কলমাকান্দা, (নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র রমজান উপলক্ষে উপজেলার কৈলাটি ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার সকালে ৭ নং কৈলাটি ইউপির ৫ নং ওয়ার্ডে শ্যামপুর বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান আকন্দ , ইউপি সচিব আব্দুল ওয়াহাব , প্রমুখ। উক্ত ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী ৩৫০ টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেন ইউনিয়ন পরিষদ । এছাড়া ও কৈলাটি ইউপি ২৯০০ পরিবারে মধ্য এ কার্ড বিতরণ করা হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, টিসিবি ৪৬০ টাকার একটি প্যাকেজে প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল পাচ্ছেন ।
পণ্য নিতে আসা ক্রেতা আল আমিন জানান, বাজার মূল্যের থেকে কম দামে পণ্য পাওয়ায় আমরা অনেক খুশি। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
টিসিবি পণ্য নিতে আসা আরেক ক্রেতা মোস্তুফা জানান, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এজন্য আমরা অনেক কষ্ট করে চলতে হয়। রমজানের আগে কমমূল্যে পণ্য পেয়ে আমরা অনেক খুশি।
ইউপি চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন জানায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরীব দুঃখী , অসহায় মেহনতি মানুষের কথা ভেবেছেন । যে কারণে তিনি হতদরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।