এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সদরের হাজীগঞ্জে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল আটকিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (২৮) নামে এক নারীর শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪/এপ্রিল) সকালে গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের স্ত্রী।
প্রতিমা রানীর দেবর অনিল রায় জানান,
আর্টিশান বিডি লিমিটেড নামের একটি পাপস তৈরির কারখানায় তিনি কাজ করতেন। সকাল ৮টার দিকে কয়েকজন ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকায় শাড়ির আচল আটকিয়ে গেলে প্রতিমা রাস্তায় পড়ে আহত হন। পরে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন,এ ঘটনার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।