কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার কুমারখালীতে একটি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি পরিবারের বসবাস, রান্না ও গোয়ালঘরসহ প্রায় ১২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিম পাড়ায় এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালঘরের জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, গহণা, কৃষি ফসল, নগদ টাকা, গোবাদি পশুসহ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের সময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, শুক্রবার রাত ২ টার দিকে লুৎফর রহমানের গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে প্রথমে প্রতিবেশীরা এবং পরে এলাকাবাসী ছুটে এসে পানি, কলাগাছ ও লতাপাতা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে শনিবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৮ পদের খাদ্য সহায়তা প্রদান করেন। একিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আবেদন করলে পরবর্তী সরকারি সাহায্য – সহযোগীতা প্রদান করা হবে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment