স্টাফ রিপোর্টার :
আনন্দ, উল্লাসের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় এবারো সুনামগঞ্জ প্রেসক্লাবের আনন্দভ্রমন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ডলুরা স্মৃতি সৌধে দিনব্যাপী প্রীতিফুটবল ম্যাচ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিক মিজানুর রহমান ও মাসুম হেলালের পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচ ও বিকালে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আনন্দভ্রমনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সভাপতি বিজন সেন রায়, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’ র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, নির্বাহী সদস্য যায় যায় দিনের জেলা প্রতিনিধি সুব্রত চৌধুরী ঝুনু , নির্বাহী সদস্য অরুন চক্রবর্তী, জসিম উদ্দিন, ফরিদ মিয়া, আনোয়ারুল হক, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাছুম হেলাল, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, সাংবাদিক শামছুল কাদির মিছবাহ, দৈনিক সুনামগঞ্জের ডাক’ র স্টাফ রিপোর্টার সুলেমান কবির, আরটিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, স্বাধীন বাংলার প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, শাহিন মিয়া, সময় টিভির ক্যামেরা পার্সন রোজেল আহমেদ।