বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
ইতিপূর্বে ঔষধ থাকলেও মেডিকেল সেন্টারে ডাক্তার পাওয়া যেত না এখন ডাক্তার থাকলেও গত ছয় মাস ধরে ঔষধ শূন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টার।
শুধু ঔষধ নিয়েই নয় বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। কোন শিক্ষার্থী অসুস্থ হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের দেওয়া ইমারজেন্সি নাম্বারে যোগাযোগ করলে সময় মতো এম্বুলেন্স পাওয়া যায় না। আবার এম্বুলেন্স থাকলেও ড্রাইভার থাকেনা বলে অভিযোগ উঠেছে।
রুপন ইসলাম শুভ নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, কয়েকদিন আগে আমাদের ASVM ডিপার্টমেন্টের নেপালী এক শিক্ষার্থীর কিডনিতে পাথর জনিত সমস্যার কারণে রাত ১১ টার দিকে মাত্রাতিরিক্ত এভডমিনাল পেইন হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হলে উনারা খুব তাড়াতাড়ি খুলনায় নিয়ে যাওয়ার জন্য রেফার করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের দেওয়া ইমারজেন্সি নাম্বার, পরিবহন দপ্তরের দায়িত্বরত স্যার, এছাড়াও কজন স্যারদের সাথে যোগাযোগ করেও দুইঘন্টা যাওয়ার পরও এম্বুলেন্স ম্যানেজ করা সম্ভব হয়নি। ইভেন, ইমারজেন্সি নাম্বার পুরোপুরি সুইচড ওফ ছিলো।
তিনি আরও লিখেছেন, রাতে ডিউটিরত দুই ড্রাইভারের একজন বাড়িতে ছিলেন এবং অন্য যেজন উপস্থিত ছিলেন উনি কোনোভাবেই প্রসাশনের অনুমতি ছাড়া যেতে রাজি হননি।
এ বিষয়ে পরিবহন প্রশাসক তাপস বালা বলেন,আমাদের ড্রাইভার সংকটের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ড্রাইভার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ড্রাইভার না থাকায় এ সমস্যার সম্মুখীন হতে হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন বলেন, ঔষধ ক্রয় সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ও ক্রয় কমিটির সভাপতি ডা অভিষেক বিশ্বাসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।