টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
২৭ মার্চ ২০২২ রবিবার নাগরপুর উপজেলা ছাত্রদলের কমিটি এ আহবায়ক কমিটির ঘোষণা করা হয়।
মীর খালেদ মাহমবুব (রাসেল)কে আহ্বায়ক ও মো. শহিদুর রহমান (মনির) কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া যুগ্ন- আহবায়ক মো.শফিকুল ইসলাম, মো. দেওয়ান সোহেল আহমেদ (রানা), সর্দার আসরাব বিন (আক্তার), রুপক খান, মো. রাসেল হোসেন (হৃদয়), শরিফুল ইসলাম (শরিফ), আরিফুল ইসলাম (বাবু), নাজমুল হোসেন (পলাশ), মো. মোস্তাকিম মিয়া, জাকির হোসেন, ফরিদুজ্জামান (মনির), শাহজালাল (বাদল) এবং ৭ জন কে সম্মানিত সদস্য করে মোট ২১ সদস্য আহবায়ক কমেটির ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল সদর, মির্জাপুর উপজেলা শাখা, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় শাখা, এম এম আলী কলেজ শাখা, মধুপুর উপজেলা শাখা, ঘাটাইল উপজেলা শাখা, বাসাইল উপজেলা শাখা, কালিহাতী উপজেলা শাখা, ভূঞাপুর উপজেলা শাখা সহ মোট ৩৪ টি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।