ইবি প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১’শ ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া গ্রীণ আর্কিটেক ও গ্রীণ চাইল্ড এর উদ্যোগে সোমবার (২৮শে মার্চ) সকাল ১১টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলীর অধীনে অব্যাহত রয়েছে বছরব্যাপি নানা কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে এ বছর কয়েক হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে বই এবং গাছের চারা বিতরণ করা হয়।
বছরব্যাপি এ কর্মসূচির অংশ হিসেবে আজ একশত শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই তুলে দেয়া হয়। এছাড়াও দেয়া হয় বিভিন্ন গাছের চারা। এসময় ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
বই ও গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গ্রীণ আর্কিটেক এর পরিচালক মোঃ তোফায়েল আহম্মেদ সাকিব। আরও উপস্থিত ছিলেন প্রথম আলো কুষ্টিয়া নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপ্লু সহ ইবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী বৃহত্তর পরিসরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তোফায়েল আহম্মেদ সাকিব ও মোঃরাশেদুজ্জামান টুটুল।