মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ মার্চ ২২ ইং জয়পুরহাট মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ চম্পা রানী(৫০)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(২৬ ই মার্চ) বিকেলে তাকে সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন ওই গ্রামেরী মৃত মন্টু রবিদাসের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান বলেন, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ বাড়িতে তৈরি করে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট সরবরাহ করেছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জ্বল, এসআই শহিদুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে আজ ২৭ মার্চ রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।