বাজারে পেঁয়াজের দাম কমে আসায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও (টিসিবি) পণ্যটির দাম কমিয়েছে। রোববার থেকে ২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা। এতদিন টিসিবির প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা।
শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ তথ্য জানানো হয়।
টিসিবি জানায়, ভোক্তা পর্যায়ে পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমিয়ে বাজারের বর্তমান দরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।
তবে অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হবে। বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে ক্রেতারা দুই কেজি করে তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা ও এক কেজি খেঁজুর কিনতে পারছেন। আর ঢাকার বাইরের ক্রেতারা খেজুর ছাড়া অন্য পণ্যগুলো কিনতে পারছেন।
প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।