প্রথমবারের মতো কানাডার টরেন্টোর উদ্দেশ্যে দেশ ছাড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। শনিবার রাতে ঢাকা-টরন্টো রুটের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টা ৪৮ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
জানা গেছে, ফ্লাইটটিতে ৭০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ১৫ মিনিটে এটি কানাডায় অবতরণ করবে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। চলতি বছরের জুন থেকে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আরও ছিলেন, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের পরিচালক ও বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার জনাব কামাল উদ্দিনসহ বিমানের পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।