তানভীর আহমেদঃ তাহিরপুরঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। শনিবার (২৬ মার্চ) সকালে তাহিরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আ.লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা আকাশে উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের শুভ সুচনা করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল, এসময় উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (রতন), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (রতন), বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment