বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)
ইতিহাস বিভাগের উদ্যোগে ‘বিষয় হিসেবে ইতিহাস’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২১ মার্চ একাডেমিক ভবনের ২১৪নং কক্ষে ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীনের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ইতিহাস জানার ও গবেষণার প্রয়োজনীয়তাসহ ইতিহাসকে কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এসব বিষয়ে আলোকপাত করেন৷
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. জসীম উদ্দীন, ও প্রধান অতিথি হিসেবে কলা ও মানবিকী অনুষদের ডিন মো: আশিকুজ্জামান ভূঁইয়া।
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কারিমুল হক বলেন, ‘দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামের পর ইতিহাস বিভাগের অনুমোদন পাওয়ার পর এটা আমাদের প্রথম সেমিনার। এধরনের সেমিনার আমাদের উৎসাহিত করে ও জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে। ভবিষ্যতে এধরনের আয়োজন বিভাগ থেকে অব্যাহত থাকবে বলে আশা করি।