স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়াগেছে। রবিবার দুপুরে ইউনিয়নের বীরগাঁও গ্রামে মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ।
জানা যায়, কিছুদিন ধরে গ্রামের মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল ১১ টায় শালিসের উপস্থিতিতে বাড়ির রাস্তা নির্ধারণের সময় দুই পক্ষের লোকেরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজদ আলীর বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দুই ঘন্টার অধিক সময় দফা দফায় দেশী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। এর মধ্যে গুরতর আহত হন আমজদ আলীর পক্ষে ইকুল(৫৫) আবেদ (২৫) আমজদ আলী(৫০) শাহরিয়ান (৩৫) শামীম আহমদ(৩২) নিজাম উদ্দিন(৪৪) । এবং নিজাম উদ্দিন গ্রæপের শামছুন নূর(৫৫) আকবর(৪০) ( নুরুল আমীন(৩৫) তাজনুর(৪০) গুরতর আহত হওয়ার খবর পাওয়াগেছে। এছাড়াও শালিসের পক্ষে আব্দুল মুতালিব নামের এক যুবক গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment