২০ বছরের আক্ষেপ মোচন হয়েছে বাংলাদেশের। সাকিব-মিরাজদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে টাইগাররা। এবার জোহানেসবার্গে সিরিজ জয়ের লক্ষ্যে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনে, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment