এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস সফল করার লক্ষ্যে শিশু সমাবেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে চলচ্চিত্র প্রদর্শন করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৭/ই মার্চ) সকালে দিবসটি পালনে র্যালী নিয়ে বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনে ১০ পাউন্ডের একটি কেক কেটে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভ সূচনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার তুরিন আফরোজ এ সময় বঙ্গবন্ধুর নীতি আদর্শ ও তার জীবন বৃত্তান্ত নতুন প্রজন্মের কাছে তুলে ধরে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে উৎসর্গ করে সবাইকে জাতির পিতার অসাম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিষ্টার তুরিন আফরোজ বলেন মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু হাজার ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে খোকা নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি আরো বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সহ সভাপতি শাহ আলম চৌধুরী স্বাধীন, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। রনজিত কুমার রায় ,সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায় প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment