শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার খারুয়া ইউনিয়নের হালি উরা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রধান পৃষ্ঠপোষক ও সার্বিক সহযোগিতায় আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ,মুক্তিযোদ্ধা কমান্ড ঈশ্বরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ,সাধারণ সম্পাদক নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা গবেষক লেখক বিমল পাল নানদের প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, জাসদ সভাপতি এ হান্নান আল আজাদ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি আহসান মাহমুদ কাদের ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও আবুল খায়ের। এদিকে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন সালের অপূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। মুক্তিযুদ্ধের একটি প্রশিক্ষণ ক্যাম্প ছিল এখানেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার আগামী সংসদ নির্বাচনে উপস্থিত এলাকাবাসীকে দলীয় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া ও গৃহহীনদের ১০০ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বস্ত করেন । উপজেলায় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি