২০ দিন ধরে রুশ আগ্রাসনে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। রাশিয়াকেই এই অর্থ ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। তবে কীভাবে রাশিয়ার কাছ থেকে এই অর্থ আদায় করা হবে তা জানাননি শ্যামিহাল। ইউক্রেন যদি যুদ্ধে জয় লাভও করে তারপরেও রাশিয়াকে অর্থ প্রদানে বাধ্য করার শক্তি দেশটির নেই। তবে শ্যামিহাল বিদেশে থাকা রুশ সম্পত্তি জব্দের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছেন। এছাড়া মিত্রদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও কামনা করছে ইউক্রেন। মঙ্গলবার চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজধানী কিয়েভে সাক্ষাৎ করেন শ্যামিহাল। ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানাতে এই সফরের আয়োজন করেছেন ইউরোপীয় প্রধানমন্ত্রীরা।
ওই বৈঠক শেষেই এই যুদ্ধে ক্ষতির বিষয়টি তুলে ধরেন শ্যামিহাল।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment