গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতেতে কিয়েভে মস্কোর আগ্রাসনের পর রাশিয়াকে নিরস্ত করার নতুন উপায়ের পরিকল্পনা তৈরি করতে আজ বুধবার (১৬ মার্চ) সামরিক কমান্ডারদের নির্দেশ দেবে ন্যাটো। যার মধ্যে থাকবে পূর্ব ইউরোপে আরও সৈন্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো। কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ জোটের নেতারা ব্রাসেলসে জড়ো হবেন। তার ঠিক এক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রীরা ন্যাটো সদর দফতরে সামরিক পরামর্শের আদেশ দেবেন।
মন্ত্রীরা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের কাছ থেকেও শুনবেন। রেজনিকভ পৃথক ন্যাটো দেশগুলোর কাছ থেকে আরও অস্ত্রের জন্য আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। কারণ, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে এবং রুশ সামরিক বাহিনী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে চায়।
গতকাল মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘এই নতুন বাস্তবতা মেনে নিয়ে আমাদের সামরিক ভঙ্গি পুনরায় সাজাতে হবে। দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য মন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন।’