পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলো পত্রিকার ব্যুরো অফিসে ভাংচুর চালিয়ে অফিসের বক্স সাইন বোর্ড, ব্যানার ছিড়ে ফেলেছে র্দর্বত্তরা। মঙ্গলবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘঠিয়েছে তারা। ঘটনাটি ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিসহ সাংবাদিক সংগঠনের নেতারা। জানা যায়, পাঁচবিবি শহরের পৌর পার্কের সামনে আলতাফ হোসেন মার্কেটে অবস্থিত দৈনিক প্রভাতের আলোর ব্যুরো প্রধান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শামীম হোসেন দৈনন্দিন পেশাগত কাজ সেড়ে রাত ৯টার দিকে অফিস বন্ধ করে বাসায় যান। সকালে অফিসে এসে দেখেন সামনের বিশাল বক্স সাইন বোর্ড ও ব্যানার মাটিতে পড়ে আছে। পাশের দোকানদার বলেন, আমি রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে যাওয়ার সময় সাইন বোর্ড ভালই ছিল, কিন্তুু সকালে এসে দেখি ঐ অফিসের সাইন বোর্ড ছিড়া। দৈনিক প্রভাতের আলো পাঁচবিবি ব্যুরো অফিসের প্রধান এস এম শামীম হোসেন বলেন, গত কয়েকদিন আগে জনৈক এক ব্যক্তির সাথে আমার দ্ব›দ্ব হয়। ঐ ব্যক্তির ইশারায় ঘটনাটি ঘটাতে পারে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম, গুরুত্তে¡র সহকারে দেখছি। এদিকে দৈনিক প্রভাতের আলোর পাঁচবিবি ব্যুরো অফিসে ভাংচুরের ঘটনায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বন্ধন এর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল সাদ, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আজাদ আলী, নির্বাহী সদস্য প্রদীপ অধিকারী, পৌর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাবুল হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সেই সাথে দোষী ব্যক্তিদের খুঁজে আইনের আওতায় আনার দাবী করেছেন
আপনি যা যা মিস করেছেন
Add A Comment