ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রণ করে। এতে ’’ক” ক্যাটাগরিতে শিশু থেকে ২য় শ্রেণি “গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য”, “খ” ক্যাটাগরিতে ৩য় থেকে ৫ম শ্রেনি “নদী মার্তৃক বাংলাদেশ” এবং “গ” ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু” বিষয়ক চিত্র আঁকতে দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। বাংলা বিভাগের প্রফেসর ড.তপন কুমার রায়ের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন একই বিভাগের প্রফেসর ড. শেখ মহাঃ রেজাউল করিম, ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোঃ মেহের আলী ও প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ’জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। এই কোমলমতি শিশুরায় জাতির ভবিষ্যৎ কর্ণধার। এদের হাতেই বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।