উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবার যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ২৩ মার্চ হতে যাওয়া এই বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নিতে পারবেন। বিয়ে নিয়ে উচ্ছ্বসিত পাত্রী স্টেলা মরিস। অ্যাসাঞ্জের সঙ্গে গতকাল রবিবার কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
বিয়ে নিয়ে স্টেলা মরিস বলেন, ‘জুলিয়ান বিয়ের জন্য মুখিয়ে আছে, কারণ কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর অনেক দিন পর অবশেষে আমাদের পরিণয় হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিরূপ হলেও আমরা অবশ্যই বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। আমাদের বিয়ের পরিকল্পনায় বেআইনি হস্তক্ষেপও করা হচ্ছে।’
উল্লেখ্য, যুক্তরাজ্যের কারা কর্তৃপক্ষ গত বছরের নভেম্বরের শুরুতে বন্দী অ্যাসাঞ্জকে কারাগারে বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয়। যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় বন্দীরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান।