ফেনী থেকে ঃ ফরহাদ খোন্দকার ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহোদয়ের নেতৃত্বে ছাগলনাইয়ায় কর্মজীবী নারীর শান্তি সমাবেশ শেষে প্রায় পাঁচ হাজার নারী ও নারী শ্রমিকের এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন দাবি সম্বলিত ফেষ্টুন হাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি। ফেনী ১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সাংসদ ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, দেশের উন্নয়ন যেমন বাড়ছে-তেমনি হু হু করে বাড়ছে দ্রব্যমূল্যের দামও। যারা এ দেশের টেকসই উন্নয়ন মেনে নিতে পারেনা, জঙ্গীবাদের মদদ দাতা, যারা এ দেশকে আফগান বানাতে চায়, তারা আজ বাজার সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। ১৩ মার্চ, রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গন মাঠে স্বাধীনতার সুর্বণজয়ন্তী, আর্ন্তজাতিক নারী দিবস ও র্কমজীবী নারীর ৩১ তম প্রতিষ্ঠা র্বাষিকী উপলক্ষে নারীশ্রমিক শান্তি সমাবেশ এসব কথা বলেন শিরীন আখতার। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা সাজিয়া সুলতানা, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবির, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমূখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment