মো.মাসুম বিল্লাহ : নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাকালীন স্থানীয় সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদের নামে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে । ১০ মার্চ (বৃহস্পতিবার) ত্রিশাল উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন অধ্যক্ষ আব্দুর রশিদের কন্যা জেনিফার ফারহানা রশিদ। লিখিত বক্তব্যে রশিদ কন্যা বলেন, আমার পিতা ছিলেন সৎ, নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তি, সমাজ সেবক, আদর্শ শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি ছিলেন এর স্থানীয় সমন্বয়কারী। প্রথমদিকে তার কলেজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের কার্যক্রম চলে ।তিনি লোকের বাড়ি বাড়ি ঘুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১০ একর জমি সংগ্ৰহ করেন এবং জনগণকে একাজে উদ্বুদ্ধ করেন । দিবা রাত্রি কঠোর পরিশ্রম করে তিনি নানা রোগে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন । তিনি দেখে যেতে পারেননি তার নিজের মাতৃভূমির আঙিনায় গড়া বর্তমান এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক কর্মযজ্ঞ হয়েছে কিন্তু হয়নি আমার বাবার স্মৃতি ধরে রাখার কোন প্রচেষ্টা । আমি ও আমরা, মরহুম সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেবের কঠোর পরিশ্রমের ফল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল ‘অধ্যক্ষ আব্দুর রশিদ’ -এর নামে নামকরণের জোড় দাবি জানাচ্ছি । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন, ত্রিশাল উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ নোমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. রাশেদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক মো ফাহাদ বিন সাঈদ, কবি নজরুল সাংবাদিক সংসদ (কানইসাস) এর সভাপতি মো. আহসান হাবিব ও অন্যান্য সাংবাদিকবৃন্দ ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment