আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন।
বিষয়টি কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুরাদ আলী নিশ্চিত করেছেন।
সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সুজন ঘরামি (৩০)তিনি তারাবুনিয়া এলাকার মালেক ঘরামির ছেলে। সংঘর্ষে অপর পক্ষের ব্যক্তির নাম একই এলাকার গফুর মৃধার ছেলে জাকির মৃধা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে গতকাল সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুজন ঘরামির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আজ সকাল ৮ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ আলী ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা জানতে পেরেছি সংঘর্ষের ঘটনায় সুজন ঘরামি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের কোন লোক না থাকায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।