তানভীর আহমেদঃ
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস’।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে আলাদাভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
পরে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের নারী নেতৃগন উপস্থিত ছিলেন।